দেখা হবে প্রিয়
✍️সামসাদ ময়না
আবার দেখা হবে প্রিয় তোমার আমার
অচেনা কোনো শহরে, অথবা কোনো এক জলসায়
হয়তো বসা হবেনা একসঙ্গে চায়ের টেবিলে,
হাঁটা হবেনা পাশাপাশি বহুদূর।
অদ্ভুত এক অনুভূতিতে বিভোর হবে মন।
মানুষের জীবন বড্ড অগোছালো,
কিছুটা পাওয়া না পাওয়ার আক্ষেপ
কিছুটা ছলনা আবার লুকানো চোখের জল।
শূন্য জীবনের সঙ্গে জড়িয়ে তুমি আর তোমার ছায়া
জীবনের সবটা জুড়ে মিশে আছে হাজারো স্বপ্নরা
আর আমার প্রাণের মানুষ প্রাণেই হারায়।
যাওয়া হবেনা আর তোমার আঙিনায়,
পাওয়া হবেনা তোমার আলতো স্পর্শ।
ছোঁয়া হবেনা তোমার হৃদয়
কিন্তু আমার অতৃপ্ত আত্মা দেহ মন,
তোমার ভালোবাসায় বিভোর হয়ে থাকতে চায়।
তোমাতেই আসক্ত হতে চায় বারবার।
তবুও একটা বিশ্বাসে বেঁচে থাকে মন
আবারও দেখা হবে প্রিয়
লেখা হবে কতশত কবিতা।
দেহের মিলন নাইবা হলো আমাদের,
তোমার আমার মনের মিলন রয়ে যাবে অনন্তকাল। মিশে রবে আমার আত্মার সনে তোমার আত্মা
না বলা হাজারো গল্পের মাঝে,
শত ব্যস্ততা শত কাজের মাঝেও
দেখা হবে ঠিক প্রিয়, দেখা হবে আবার !