এম. শাহাবুদ্দিন দুর্গাপুর রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর নওপাড়া পালশা গ্রামে তিনটি পিস্তল, একটি রিভলবার শর্টগানের গুলি সহ ২৮ রাইন্ড পিস্তলের গুলি উদ্ধার করে সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকাল ৯ ঘটিকা'য় নওপাড়া ইউনিয়ন তোতাপাড়া কালভার্টের পাশে ৩টি শপিং ব্যাগের মধ্যে অস্ত্র গুলি দেখতে পেয়ে এলাকার লোকজন পরে থানা পুলিশকে খবর দেয়, পুলিশ ও সেনাবাহিনী এসে ব্যাগ থেকে ০৩ টি পিস্তল, ০১ টি রিভলবার, ০৪টি পিস্তললের ম্যাগাজিন, ০৭ টি শর্টগানের গুলি, ২৮ রাইন্ড পিস্তলের গুলি উদ্ধার করে থানা'য় নিয়ে যায়।
এই বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম বলেন, পরিত্যক্ত আস্ত্র উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের কার্যক্রম শেষে নির্দেশনা অনুযায়ী মামলা হবে।
একালার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, বর্তমানে পুরো দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলার পরিবেশ সুন্দর রয়েছে এবং প্রতিটি সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com