আল মামুন (গাজীপুর প্রতিনিধি)
আজ ৮অক্টোবর, মঙ্গলবার ২০২৪ ধোবাউড়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেন বিএনপি'র সংগ্রামী যুগ্ম মহাসচিব, আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের চারিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নেয়া জনগণকে, সকালের নাশতা ও দুপুরের খাবার বিতরণ করার সময়, স্কুলের দোতলা থেকে এক চাচী দৌড়ে নেমে খবর দিলেন, এক প্রসুতি মহিলা ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সকলের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেলো। কারো কারো চোখে আনন্দ-বেদনার পানি। বেদনা এই অর্থে, ভাগ্যের পরিহাস, সন্তান জন্ম নেয়ার কথা নিজ বাড়ী বা হাসপাতালে। সন্তানের জন্ম হলো ত্রাণ শিবিরে।
খাবার বিতরণ শেষে, উপরে গিয়ে নবজাতক সন্তানকে দেখে আনন্দিত হলেন। মায়ের মুখে প্রশান্তির হাসি। নবজাতকের নাম রাখা হলো 'সাগর'। নবজাতককে দোয়া করেন, এবং এই আনন্দে সকলকে মিস্টি মুখ করানোর ব্যবস্থা করেন। ত্রাণ শিবিরে মিস্টি মুখে সকলে খুশি। সবার কাছে সাগরের জন্য দোয়া চেয়েছেন।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com