তোমাকে ভালবেসে
এস. জে. বি হাফসা মনি✍️
আমি সময় কে অবহেলা করি।
অবলিলায়, তোমার কথা ভেবে।
আমি আমাকে অবহেলা করি।
তোমার পানে চেয়ে।
আত্মসম্মান বিক্রি করি তোমার দ্বারে।
বিনা মূল্যে। যেনও সিকি পয়সাও দাম নেই।
তবুও তোমায় করে তুলি অমূল্য রতন।
যেনও কহিনুর,মুক্তো হিরে জহরতের মতন।
ভালবাসার ঘোরে আমি একাকী।
তুমি দুরের পাখি।
এ যেনও আকাশ- পাতাল সীমা।
তবুও হারাই অঘোরে।
স্বপ্নে থাকি বিভোরে।
আমি নিজেকে মূল্যহীন করি।
নিজ হস্তে। কখনো কখনো অন্যের দ্বারস্তে।
আমি তোমাকে সম্মান করি।
শিরোধার্য করি।
শিরায় শিরায় রাখি।
যেনও তুমি ধমনিতে রক্তের সঞ্চালন।
বৃক্ষ থেকে যে অক্সিজেনটুকু আসে আমাকে বাঁচাতে।
তাতে পৃথিবীতে থাকার যে প্রয়াস করি।
তা শুধু তোমাকে ভালবেসে।
——-
সাহিত্য কথা