তোমাকে ভাবী সারাহ্মন
✍️আশিকুর সরকার(রাব্বি)
"দিন রাত প্রতিক্ষন,,
"ভাবি আমি সারাক্ষন,,
কোন কাজে মন বসেনা
তুমি ছাড়া ভালো লাগে না।
শুধু তোমারি মুখো ছবি ভাসে"
"তুমি হাসলে আমি হাসি,
ভালো থাকে এই মন,
তোমাকে চায় এ মন,
শুধু সারাক্ষন।
"এভাবেই আমি ভালোবেসে
যেন আমি তোমাকে কাছে পাই সারাটা জীবন।
"মাঝে মাঝে রাগ হলে তুমি করো অভিমান"
বুকের ভিতর বয়ে চলে আমার কষ্টের বহমান।
"তোমার কিছু হলে লাগে
সব এলোমেলো,
বুকের মাঝে এই বুঝি আধার
নেমে এলো।
"তোমাকে ভেবে আর কত
দিনরাত,
করবো আমি পার,
"এসব ভেবে,হচ্ছি ছাড়খার।
সব কিছু ভুলে ফিরে আসো,
আমার নীড়ে নতুন করে,
সাজাবো আমি ভালোবাসা তোমায় ঘিরে"
"হারিয়ে যাবো দুজনে অতলে।
দিন রাত প্রতিক্ষন,
ভাবি তোমায় সারাক্ষণ।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com