তুমি নারী
✍️সামসাদ ময়না
তুমি নারী বন্দিনী,
জীবনের কাছে পরাজিত।
তুমি নারী শোষিত,
তুমি সমাজের অবহেলিত।
যতই তুমি স্বাবলম্বি হও,
তবুও তুমি নারী!
পারবেনা তুমি শৃঙ্খল ভেঙে
মুক্ত হয়ে বাঁচতে।
পারবেনা তুমি স্বাধীন ভাবে
সমাজ সংসারে চলতে।
তোমার জন্য আছে সমাজে
হিংস্রতা আর অপমান।
তুমি নারী তাই সইতে হবে
হাজার মিথ্যে বদনাম!
ঐ যে তুমি নারী!
পুরুষ শাসিত সমাজের কাছে
নেইকো তোমার দাম!
তুমি নারী! তুমি রোবট!
তোমার শরীরে থাকবেনা কোনো
রোগ আর শোক!
তুমি শুধু বিলীন হবে সংসারের সঙ সেজে,
সারাদিন শুধু তকমা পাবে তুমি বাজে!
সারাবেলা ক্লান্তি শেষে
নারী তুমি পাবে শূন্য।
পুরুষ করলে বাহবা পায়
নারী তুমি নির্লজ্জ!
নিজের জন্য দেবার মত
কিছুই নেই তোমার।
সবশেষ করে নিঃস্ব হে নারী
তুমি বড় ক্লান্ত!
বেলা শেষে তুমি উপাধি পাবে
নারী তুমি দুশ্চরিত্র !
এই নারী ভগিনী নারী মাতা,
নারী কন্যা আবার নারীই জায়া।
সেই নারীকেই করো অসম্মান
নারীকেই দাও অপবাদ।
নারীতেই শক্তি খোঁজো
আবার সেই নারীতেই ভক্তি!
কতরূপ হে পুরুষ তোমার
কতনা খোরা যুক্তি!!
নারী তুমি পারো সবই,
নিজ গুণে সব যাও ক্ষমা করি।
তুমি নারী তোমার আপন মায়ায়,
নিজেকে দাও মুক্তি!!