আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
ভরবো মাছে মোদের দেশ- গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য চাষীদের ক্রেস বিতরণ ও পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল বুধবার (৩১ জুলাই) তারাগঞ্জ উপজেলা চত্বরের পুকুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান লিটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম, তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোকারমা আক্তার লিজা, উপজেলা মৎস কর্মকতা সাবলু চৌধুরী, কুশার ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, হারিয়াড়কুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন।
অনুষ্ঠানের আগে সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানার সভাপতিত্বে মৎস চাষীদের ক্রেস বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন।