1. admin@newsbanglanb.com : admin :
ডাবলু সরকার ৫ দিন, ও রুবেল ৩ দিনের রিমান্ডে - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডাবলু সরকার ৫ দিন, ও রুবেল ৩ দিনের রিমান্ডে

পাভেল ইসলাম মিমুল (রাজশাহী প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

পাভেল ইসলাম মিমুল (রাজশাহী প্রতিনিধি)

রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ও যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসী জহুরুল হক রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। শুনানি শেষে ডাবলু সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রুবেলকে ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফয়সাল তারেকের আদালতে আসামিদের এক এক করে হাজির করা হয়।

এ সময় তাদের উপস্থিতিতেই পৃথকভাবে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। এ দিন বিকেলে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজনভ্যানে ডাবলু সরকার ও রুবেলকে পৃথকভাবে আদালতে আনা হয়। এ সময় তাদের মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ ভেস্ট পরানো ছিল। তবে পুলিশের প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে তোলার সময় রুবেলকে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) রাতে পাশের জেলা নওগাঁ থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, ডাবলু সরকারকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদস্যরা। এরপর রাজশাহী নিয়ে এসে মহানগরের বোয়ালিয়া থানার দুটি হত্যাসহ মোট আটটি মামলায় ডাবলুকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেপ্তার হন রুবেল। তাকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওই সময়। এছাড়া আগে গ্রেপ্তার হওয়া রুবেলকে এরই মধ্যে দুইদফা পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ ১০ দিনের রিমান্ড শেষে শনিবার (৫ অক্টোবর) বিকেলে রুবেলকে আবারও আদালতে হাজির করে, জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে শুনানি শেষে ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর রুবেলকে আদালতে হাজির করার প্রায় ২০ মিনিট আগে ডাবলু সরকারকেও একই আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালতের বিচারক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোর্ট পরিদর্শক (ওসি প্রসিকিউশন) আবদুর রফিক জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ইসলামী ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায়, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায়, যুবলীগ নেতা রুবেলকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ দুই হত্যা মামলার তদন্ত করছেন রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মশিউর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ