বাবুল রানা (টাঙ্গাইল জেলা প্রতিনিধি)
ডিবি (দক্ষিণ), টাঙ্গাইল জেলা পুলিশের একটি চৌকস টিম গোপালপুর থানাধীন নলিন বাজার এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের চলমান অংশ হিসাবে অভিযান পরিচালনা কালে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোপালপুর থানাধীন শাখারিয়া সাকিনস্থ জনৈক মোঃ মনিরুজ্জামান (৫৫), এর উত্তর দুয়ারী চৌচালা টিনের বসত ঘরের পশ্চিম পার্শ্বের রুমের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি (দক্ষিণ), টাঙ্গাইলের চৌকস টিমটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১,৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবা উদ্ধারসহ ধৃত আসামী মোসাঃ নুরজাহান খাতুন (৪৮), স্বামী মোঃ মনিরুজ্জামান, গ্রাম-শাখারিয়া, থানা-গোপালপুর, জেলা-টাংগাইল এবং মোঃ রোকনুজ্জামান রোকন খান (৩০), পিতা মোঃ লাল খান, গ্রাম জগৎপুরা, থানা-ভূঞাপুর, জেলা টাঙ্গাইল দ্বয়কে ২১ অক্টোবর সোমবার সকাল ৮টায় গ্রেফতার করে।
ধৃত মোসাঃ নুরজাহান খাতুন (৪৮) এর হেফাজত হতে ১,৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবা যার আনুমানিক মূল্য= ৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে গোপালপুর থানার মামলা নং-০৬, তারিখঃ- ২১/১০/২০২৪খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ রুজু হয়েছে।