আব্দুল লতিফ বিশেষ প্রতিনিধিঃ
“শব্দ শিখুন, ভাষা শিখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকালে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে টাঙ্গাইলের ৬ টি উপজেলার ৩০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মোহন্ত।
গুড নেইবারস বাংলাদেশের এডমিন এফেয়ার ইউনিটের হেড বার্টিন গোমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, গুড নেইবারস বাংলাদেশের পার্টনারশীপ ডেভেলপমেন্ট ইউনিটের হেড অখিল বাড়ৈই।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কমকর্তা রেবেকা সুলতানা, গুড নেইবারস বাংলাদেশের ইস্টার্ন এরিয়া ম্যানেজার কর্নেল কোস্টা, সখীপুর সিডিপি’র ম্যানেজার মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ঘাটাইল সিডিপি’র ম্যানেজার শারমিন নাসরিন।
পরে মেধা তালিকায় সেরা ১০ জন ওয়ার্ড মাস্টারকে ক্রেস্ট ও পুরস্কার প্রধান করা হয়।
উল্লেখ, এ প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে জেলার ছয়টি উপজেলা- সখীপুর, বাসাইল, মির্জাপুর, ঘাটাইল, গোপালপুর ও কালিহাতীর ১২৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় তিন হাজার শিক্ষার্থী এ ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এরমধ্যে দ্বিতীয় রাউন্ডে ১০২ টি প্রতিষ্ঠানের ৩০৬ জন এবং তৃতীয় রাউন্ডে ১৯ টি বিদ্যালয় থেকে ৩০ জন অংশগ্রহন করে। আগামী ১৮ ডিসেম্বর সেরা এ ১০জন শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।