বাবুল রানা মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও বড় ১৮শ কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল ধান বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার(৪ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে ৩ হাজার ৬শ কেজি ধানবীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
ধানবীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা জানান, বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় মধুপুর উপজেলার ক্ষুদ্র, প্রান্তিক ও বড় কৃষকদের মাঝে উচ্চফলনশীল ধানবীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তিনি জানান।