বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে দুই আটোরিকসার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
শনিবার(২২জুন)বিকেল পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউড়ি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জানায়, বিকেল ৫ টার দিকে গোপালপুর থেকে আসা অটোরিকশা সাথে ঘাটাইল থেকে মধুপুরগামী অটোরিকশা মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, মধুপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মী ও মধুপুর থানা পুলিশ এসে ৬জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
হাসপাতালে নেওয়ার পর একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, ঘাটাইল উপজেলার কান্দীপুর গ্রামের আনোয়ার হোসেন ছেলে বাহাদুর (৫০)গোপালপুর উপজেলার আব্দুল মতিনের ছেলে লাবিব (৬) ঘাটাইল উপজেলার কান্দীপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে রশিদ (২০) ঘাটাইল উপজেলার কান্দীপুর গ্রামের মেয়ে আনিকা (১৫) মধুপুর উপজেলা আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে মোঃ ফজলুল হক (৪৫) ও মধুপুর উপজেলা ফাজিলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মুক্তা (৬)