আ: রহিম রংপুর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার পাঁচ ইউনিয়নের জাতীয় পার্টির নেতাকর্মীর মধ্যে জোয়ার উঠছে তারা সবাই মিলে সদর উপজেলার সাধারণ সম্পাদক হিসাবে তারিকুল ইসলাম ( তারিক সরকার) কে দেখতে চায়। তিনি জাতীয় পার্টির সাবেক ( সাংগঠনিক সম্পাদক) রংপুর সদর উপজেলার , রংপুর সদর উপজেলার জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য , রংপুর সদর উপজেলার জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও ১নং মমিনপুর ইউনিয়নের জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক।
তারিক সরকার সাংবাদিকে বলেন আমি সদর উপজেলার জাতীয় পার্টিকে শক্তিশালি করতে চাই।
তিনি বলেন সঠিক মানুষদেরকে জাতীয় পার্টির পাশে রাখুন ও রংপুর সদর উপজেলার জাতীয় পার্টির কোনো প্রকার পকেট কমিটি যেন না হয় সে জন্য তিনি জেলার নেতাদের দৃষ্টি কামনা করেন।
তারিক সরকার সাংবাদিককে বলেন যেন রংপুর সদর উপজেলা কাউন্সিল করে জাতীয় পাটির কমিটি গঠন করা হয়।