মাহমুদুল হাসান (চৌহালী,সিরাজগঞ্জ প্রতিনিধি)
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌহালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত, বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির।
আলোচনা সভার আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে, একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম কোদালিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল বাতেনের পরিচালনা সভায় উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী, দত্তকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সুরুজ, মুরাদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোজাম্মেল হক, সুপার মাওঃ লুৎফর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।