মাহমুদুল হাসান (সিরাজগঞ্জ প্রতিনিধি)
সিরাজগঞ্জের চৌহালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার(৯ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় উপজেলা কাঠাল বাগান চত্তরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, বিভিন্ন ইউনিয়নের ৩২ জেলেদের মাঝে ৩২টি বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফির পরিচালনায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শওকত মেহেদী সেতু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মামুনুর রহমান, নৌ-পুলিশের অফিসার ইনচার্জ শামছুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান, চৌহালী থানার ওসি তদন্ত, মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শওকত মেহেদী সেতু বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই মাছ রক্ষা করাও আমাদের দায়িত্ব। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার থেকে বিরত রাখতেই, আপনাদের মাঝে বকনা বাছুর ও চাউল দিয়ে সাহায্য করা হচ্ছে। আপনারা কেউ এ সময় নদীতে নামবেন না। আমারা চাইনা কারো জেল জরিমানা হোক। চৌহালীর সব জেলেকে সরকারি নির্দেশনা মেনে মাছ শিকারের পরামর্শ দেন তিনি। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।