মাহমুদুল হাসান (চৌহালী, সিরাজগঞ্জ প্রতিনিধি)
“সমবায়ই গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এ শ্লোগানকে ঘিরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে চৌহালী উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিস সহকারী পরিদর্শক, মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায়, এতে সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ উজ্জ্বল ভূঁইয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শওকাত মেহেদী সেতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আঃ লতিফ, সহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ।