1. admin@newsbanglanb.com : admin :
চৌহালীতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান- মেজর মামুন  - নিউজ বাংলা NB
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁর বদলগাছীতে বিয়ে ছাড়াই কিশোরীর সন্তান প্রসব নিয়ে এলাকায় তোলপাড় গঙ্গাচড়া উপজেলা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র প্রদান জলঢাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কৈমারীতে খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন (Christmas day )উৎযাপন। চৌহালীতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান– মেজর মামুন  মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী মহাসড়কে কালভার্টের মুখ বন্ধ করে ডায়ার মিল স্থাপনের প্রতিবাদে মানববন্ধন  কালিয়াকৈরে পুলিশের জমি আত্মসাদ,গ্রেপ্তারি পরোয়ানার পরেও আসামী ধরা-ছোয়ার বাহিরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে ৪টি সেতুর অভাবে  দক্ষিণ অঞ্চল অচল হয়ে পড়েছে।

চৌহালীতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান– মেজর মামুন 

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

চৌহালীতে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান– মেজর মামুন

স্টাফ রিপোটারঃ

এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন”- মানুষ মরণশীল। কিন্তু মহৎ কিছু কর্ম সেই মরণশীল মানুষকে নশ্বর পৃথিবীতে অমরত্ব দেয়। কর্মেই মানুষ বেঁচে থাকে বলে মানবকুলের প্রতিটি মানবের বাসনায় লুকিয়ে থাকা একটি কাঙ্খিত স্বপ্ন হল কবির সেই প্রবাদ বাক্যটির আদলে নিজের ছোট্ট জীবনটাকে গড়ে তোলা।

কিন্তু ক’জনইবা পারেন এমন কাঙ্খিত জীবন গড়তে? কখনো ক্ষুদ্রাকার সাধ্য সাধের বিশালতাকে যেমন গ্রাস করে, তেমনি কখনো আবার সাধ্যের বিশালত্বেও স্বপ্ন সাধের অপমৃত্যু ঘটে মনের সংকীর্ণতার কারনে। কিছু মানুষ কদাচিৎ ব্যতিক্রম, যাদের সাধ ও সাধ্যের অপূর্ব সংমিশ্রণে হাজারো অসহায় মানুষের মুখে হাসি ফোটে। যখন স্বার্থপর পৃথিবীর আত্মকেন্দ্রিক মানুষগুলো কেবল নিজেদের-ই নিয়েই ব্যস্ত থাকে, ঠিক তখন-ই পরোপকারী হাতেমতাই কিংবা দানবীর হাজী মুহাম্মদ মহসিনের আদলে গড়া এই সব মহান মানুষ গুলোর আবির্ভাব ঘটে, যাদের জন্ম আর কর্ম-ই যেন কেবলি পরের তরে। তাঁদের সাধ-স্বপ্ন এবং সাধ্যটাও যেন মানুষের ভাগ্য পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।

এমননি মহান একজন উজ্জল নক্ষত্র গণমানুষের কথা বলে, মাটি ও মানুষের নেতা, অপরাজিত  দেশসেরা  লড়াকু সৈনিক, স্মার্ট ও নতুন  বাংলাদেশ গড়ার কর্ণধার সিরাজগঞ্জ-৬ আসন বহাল তবিয়তে এবং চৌহালী উপজেলার চরাচঞ্চল সরকারের   চর ভুমি হিসাবে খাজনা যোগ্য মৌজা রাজত্ব আয়  বৃদ্ধির লক্ষ্যে   কাজ করছেন  সাবেক চৌহালী  উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন।

যে নামটির সাথে জড়িয়ে আছে লক্ষ মানুষের বিশ্বাস, ভক্তি এবং ভালবাসা। জড়িয়ে আছে হাজারো অসহায় পরিবারে স্বপ্নের বীজ বুনে দেওয়ার একটি অতিমানবীয় গল্প।

মহান এই মানুষটি যে সেক্টরেই হাত দিয়েছেন, সেই সেক্টরেই সফলতা পেয়েছেন। তিনি  একজন সফল দেশ গড়ার  উদ্যোক্তা হিসেবে নিজেকে আত্মকেন্দ্রিতায় আবদ্ধ করে রাখেননি।

তিনি হয়তো হৃদয়াঙ্গম করতে সক্ষম হয়েছিলেন যে, সৃষ্টিকর্তা মানুষকে ধন ও ক্ষমতা দিয়ে মনের পরীক্ষা করেন। তাই হয়তো তিনি তাঁর অর্জিত সার্বিক সক্ষমতা দিয়ে মানুষের কল্যাণে অবিরাম কাজ করে চলেছেন। তারই অংশ হিসেবে তিনি সিরাজগঞ্জ-৬ নির্বাচনী সাবেক  আসন ফিরিয়ে এনে এনায়েতপুর থানা, শাহজাদপুর পুর্ব অঞ্চল নিয়ে  চৌহালী আসন বহাল করতে নির্বাচন কমিশন দপ্তর ও উপজেলা সহ সকল দপ্তরে যোগাযোগ রক্ষা করে চলছেন–মেজর মামুন সহ গুণিজনরা।

তার বাবাও ছিলেন একজন উজ্জীবিত মানুষ দেশ গড়ার কারিগর, সাবেক ডিসি, সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির  সাংগঠনিক দক্ষ রাজনৈতিক ব্যক্তিক্ত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক,সিরাজগঞ্জ-৬ চৌহালী আসনের জাতীয় সাংসদ, (প্রতিমন্ত্রী) আলহাজ্ব মোঃ  আনসার আলী সিদ্দিকী।

তার জন্মস্থান সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার সাবেক মিরকুটিয়া ইউনিয়ন

(বর্তমান বাঘুটিয়া ইউনিয়ন) চরসলিমাবাদ ভুতের মোর এলাকার বাসিন্দা। তিনি অর্থ চান না গুনিজনদের  তালিকা নাম লিপিবদ্ধ করে রাখতে চান। জনগনের আস্তা আর ভালবাসা ও সরকারের  পৃষ্টপোষকতার মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক উপজেলা, মডেল পরিষদ  কমপ্লেক্স, জনসচেতনতা সৃষ্টি করতে চান।

চৌহালী বাসির দোয়া আর ভালবাসায় তিনি যে একজন উঁচুমানের ধর্মপরায়ণ পূণ্যের পুঁজারী তা দৃশ্যমান। কারণ তিনি সাবেক মেজর, সাবেক চেয়ারম্যান, আসন বন্টনের  উজ্জীবিত নক্ষত্র।

তাই মানুষের দোয়া আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সাবেক চেয়ারম্যান মেজর অবঃ আব্দুল্লহ আল মামুন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ