1. admin@newsbanglanb.com : admin :
চৌহালীতে আট দফা দাবীতে ইউএনও অফিস চত্বরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভর্তি চলছে ভর্তি চলছে বিজিবি’কে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

চৌহালীতে আট দফা দাবীতে ইউএনও অফিস চত্বরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

মাহমুদুল হাসান (সিরাজগঞ্জ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত

মাহমুদুল হাসান (সিরাজগঞ্জ প্রতিনিধি)

সিরাজগঞ্জের চৌহালীতে নানা অনিয়মের প্রতিবাদসহ আট দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে চৌহালী এসবিএম কলেজ থেকে  বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে একটি প্রতিবাদি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে প্রায় দেড়ঘন্টাব্যাপী বিভিন্ন শ্লোগান ও প্রতিবাদী অবস্থান শেষে সমাবেশ করা হয়েছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, দুর্গম চৌহালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, রেজিট্রেশন, ফর্মফিলাপ বাবদ শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত মুল্যে কার্যক্রম এবং বিনামূল্যে সনদপত্র দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব রুম, নোটিশবোর্ড, কম্পিউটার ল্যাব, ক্যান্টিন, কমন রুম এবং নামাজের রুম এর ব্যাবস্থা করা। আওয়ামীলীগ সরকার থাকাকালীন যদি কোনো শিক্ষক বহিষ্কৃত হয়ে থাকে তা পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে কোনো ভুল পাওয়া না গেলে তাহলে তাকে পূনর্বহাল করতে হবে, এবং কেউ অনিয়ম করে উর্ধতম পদে বসে থাকলে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করে যথা স্থানে যেতে হবে। প্রতিষ্ঠান উন্নয়নমূলক  কাজের জন্য বরাদ্দকৃত টাকার স্বচ্ছ হিসাব রাখা সহ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সেমিস্টার পরীক্ষার ফি যথাসম্ভব কমাতে হবে, এবং টাকার বিনিময়ে প্রাকটিক্যাল পরীক্ষার নম্বর দেওয়া বন্ধ করতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা আছে নিবন্ধনকৃত শিক্ষক আসার পুর্বেই বিকল্প ভাবে শিক্ষক স্বল্পতা দুর করতে হবে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে খুলতে হবে ও বন্ধ করতে হবে এবং স্বচ্ছ রুটিন অনুসারে ক্লাস গুলো পরিচালনা করতে হবে। শিক্ষক মন্ডলীকে বিদ্যালয়ে উপস্থিত থাকে এবং শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করতে হবে।

এদিকে চৌহালীর ইউএনও (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু শিক্ষার্থীদের দাবি গুলো মেনে নেয়ার আশ্বাস দিলে ছাত্র-ছাত্রী চলে যায়। এ সময় ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ২য় বর্ষের ছাত্র আল আমিন, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, অনার্স ৩য় বর্ষের গণিত বিভাগের ছাত্র আজিজুল হক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ডিগ্রি ২য় বর্ষের ছাত্র সারোয়ার রাব্বি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্স সিএসই বিভাগের ছাত্র শহিদুল ইসলাম, চৌহালী সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র তামিম হোসেন, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ার ১ম বর্ষের রেজাউল করিম, চৌহালী সরকারি কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র মোঃ নাঈম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহা সহ এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাগরিক অধিকার আদায়ে সচেতনতা ও প্রতিবাদ মিছিলে অংশ নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ