নিজস্ব প্রতিবেদক
রাজধানীর টঙ্গী মধুমিতা রোডে চিলড্রেন ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে আয়োজন করা হয় শুদ্ধ ইংরাজী বানান ও উচ্চারণ প্রতিযোগিতা। একটি শিশুতোষ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্কুলটির দেশে খ্যাতি ও সুনাম রয়েছে। স্কুলটির সূচনা লগ্ন থেকে কোমলমতি শিশুদের খেলার ছলে শিক্ষা প্রদান করে আসছে। সময়ের সাথে এক ধাপ এগিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।
শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক পর্ষদে রয়েছেন গাজী মোহাম্মদ শাজাহান, সৈয়দ আখতার হোসেন, মোঃ আতাউর রহমান ভূঁইয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ শাহাদাত আলম মন্টু এবং মোহাম্মদ আজহারুল আজাদ।
স্কুলটির জনসংযোগ বিভাগ প্রধান মোঃ শাহাদাত আলম মন্টু বলেন, আমরা আমাদের স্কুলের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি, কোমলমতি শিশুদের খেলার ছলে, হাসির ছলে, গল্পের ছলে, বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা দান করে থাকি। আমাদের কাছে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের প্রাধান্য সবচেয়ে বেশি।
সংগত এই ধরনের আয়োজনে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
এই আয়োজনগুলি তাদের সন্তান এর জন্য অনেক ভালো হবে বলে তারা মনে করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির প্রাণবন্ত উপস্থাপনা করেন চিলড্রেন ফাউন্ডেশন স্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান।