আবু মোঃ শোয়েব ডন (ঘাটাইল, টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে, প্রায় ১০টন পলিথিন জব্দ এবং দুই ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৬ই অক্টোবর বিকালে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে, দুইটি গোডাউন সিলগালা ও এক লক্ষ টাকা জরিমানা করেন, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারি কমিশনার কিশোর কুমার দাস।
তিনি জানান, ঘাটাইল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের বিশেষ একটি টিম ক্রেতা সেজে প্রথমে ৫০ কেজি পলিথিন ক্রয় করতে যান বেনী মাধব পালের দোকানে। দোকানের কর্মচারী আনন্দ পাল গোডাউন থেকে পলিথিন আনতে গেলে সাংবাদিকরা তার গোডাউন ঘিরে ফেলে। পরে তারা অনুমতি নিয়ে গোডাউনে প্রবেশ করে বিপুল পরিমান পলিথিন, দড়ি সহ বিভিন্ন অবৈধ মালামাল দেখতে পান। দীর্ঘদিন যাবৎ হামিদপুর বাজারের এই অবৈধ ব্যবসা পরিচালিত হয়ে আসলেও এতো দিন সেটা নজরে আসেনি।
এই প্রথম সাংবাদিকরা আমাদের দারুন সহযোগিতা করেছে। এ জন্য সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই। সাংবাদিকদের সংবাদের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুর বাজারে, অভিযান পরিচালনা করে আশিষ, স্টোরের মালিক বেনী মাধব পালের (৫৫) ছেলে আশিষ এবং সুজিত স্টোরের মালিক সুজিত সাহা (৪৫) কে আটক করা হয়। এ সময় তাদের গোডাউন থেকে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সং-২০০৩) এর ৪(খ) ধারায় অভিযুক্ত বেনী মাধবকে ৫০ হাজার, এবং সুজিত সাহাকে ৫০ হাজার, টাকা জরিমানা করা হয়।
এ সময় কিশোর কুমার দাস আরো জানান, দীর্ঘদিন ধরে এই দুই ব্যবসায়ী হামিদপুর বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে, আশপাশের বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলো। বর্তমান সরকার এই নিষিদ্ধ পলিথিন, মজুদ,আমদানি, ক্রয়-বিক্রয়ের ব্যপারে জিরোটলারেন্স ঘোষনা করেছেন। এটা করা দন্ডনীয় অপরাধ।আগামীতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।