এস এম জাহিদ হোসাইন গাজীপুরঃ
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ১২-মে রবিবার সকাল ১১টার দিকে চলন্ত লিফট আটকে যায়। এ সময় লিফটের ভিতরে আটকে পড়া মমতাজ বেগম (৫২) নামের এক নারী রোগীর মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিগাঁও গ্রামের মো.শারফুদ্দিনের মেয়ে। মমতাজের মামা শাহাদাত হোসেন সেলিম জানান, আজ সকাল ৬টার দিকে অসুস্থতার কারণে মমতাজকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তিনি এবং মমতাজের ছেলে মান্নান (২৫) ও মেয়ে শারমিন (২০)। পরে তাকে ১১ তলায় ভর্তি দেন চিকিৎসক। বেলা ১১টার দিকে হাসপাতালের ১১ তলা থেকে চতুর্থ তলায় ডাক্তার দেখাতে লিফটে করে নামার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এ সময় লিফটে ভিতরে ১৮ থেকে ২০ জন মানুষ ছিলেন।
লিফটির ভিতরে রুগী মমতাজ বেগম সহ ১৮ থেকে ২০ জন মানুষ প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট আটকে থাকেন। শুরুর দিকে দুইবার লিপটি ফাঁকা করা হলেও মানুষগুলো উদ্ধারের কোন পরিকল্পনা নেওয়া হয়নি বলে জানান লিফটের আরোহীরা অনেক পরে হাসপাতালের লোকজন নয় তলায় লিফট ফাঁকা করে তাদের বাইরে বের করে আনেন। যতক্ষণে বের করার উদ্যোগ নেয়া হয়েছে ততক্ষণে আর বেঁচে থাকা সম্ভব হলো না ঐ লিফটে থাকা রুগী মমতাজ বেগমের। লিফটটে আটকে থাকা আলাউদ্দিন নামে হাসপাতালের এক কর্মী মমতাজকে বাঁচাতে চেষ্টা করেন বলেও জানান তিনি। জানতে চাইলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসনিন জাহান বলেন, লিফটের ভেতর একজন রোগী মারা গেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে তার দায় এড়িয়ে যান। সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল ইসলাম জানান, মমতাজ বেগম অসুস্থ ছিলেন তাই আটকে পড়ার পর সম্ভবত অক্সিজেন সংকটে তার মৃত্যু হয়ে থাকতে পারে।তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনিক তদন্ত প্রক্রিয়া দিন রয়েছে।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com