আব্দুর রহিম রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অব্যাহত মাদক বিরোধী অভিযানে উপজেলার মর্ণেয়া ইউনিয়নে কমেছে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম। সে সাথে কমেছে মাদকসেবীদের আগমনও। যা ইউনিয়নবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
এলাকাবাসী জানায়, মর্নেয়া ইউনিয়নে আগে মাদক কারবারীদের নির্দিষ্ট স্থান থাকলেও থানা পুলিশের তৎপরতায় এখন মাদকের নির্দিষ্ট কোন আস্তানা নেই। আস্তানা তৈরি করতে চাইলেও পুলিশের বিশেষ নজরদারিতে তারা ব্যর্থ হচ্ছে। পুলিশের কড়া অবস্থানের কারণে অনেক মাদক ব্যবসায়ী গা ঢাকা দিয়েছেন। একদিকে মাদক পাচারকারী অন্যদিকে বহনকারী এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দিনরাত চলছে বিশেষ অভিযান।
এতে করে কমে আসছে মাদকের সহজলভ্যতা। এতে জনমনে অনেকটাই স্বস্তি এসেছে বলে স্থানীয়রা জানান। মর্ণেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া এলাকার স্বপন মিয়া নামে এক যুবক বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানে এলাকার বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। অনেকে ব্যবসা স্থগিত রেখেছে।
তিনি থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানান। হৃদয় নামে আর এক যুবক বলেন, এক সময় এ এলাকায় মাদক ব্যবসায়ীদের সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছিল এতে অনেকেই তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন। আগে যত্রতত্র দিন দুপুরে মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য বিক্রি করতে দেখা যেতো অবাধে। এতে যুব সমাজে মাদকাসক্তের সংখ্যা চরম বৃদ্ধি পেয়েছিল।
বর্তমানে থানা পুলিশের ব্যাপক তৎপরতায় মাদক ব্যবসা অনেকাংশে কমে গেছে।গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, থানা এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমি যোগদানের পর নভেম্বর মাসে ১৬ টি ও ডিসেম্বর মাসের এ পর্যন্ত ২১টি মাদক মামলা ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।সকলের সহযোগিতায় এই থানাকে মাদকমুক্ত করে গড়ে তুলবার চেষ্টা অব্যহত থাকবে।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com