আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রংপুর জেলা বিএনপির তত্ত্বাবধানে, গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরন করেন। গতকাল মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের নরসিংহপুর দক্ষিণ মৌভাষা আজাদিয়া প্রাইমারি স্কুল মাঠে। প্রধান অতিথি হিসেবে ত্রাণবিতরণ করেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।
গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মর্ণেয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মীর কাশেম মিঠু, এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুবদলের সাবেক সহ-সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, রংপুর জেলা বিএনপির সদস্য ফিরোজ আলম, লিটন পারভেজ, রাহাত হোসেন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আখেরুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক নাজিমুদ্দিন লিজু, সদস্য সচিব আইয়ুব আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ জিল্লুর রহমান, সহ-সভাপতি ফিরোজ সরকার বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব, মনিরুজ্জামান সুইডেন।
ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, সদস্য সচিব দিল মেরাজুল দুলু, জেলা তাঁতী দলের আহবায়ক ফজলে এলাহি ডিউক, জেলা মৎসজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রজব আলী সরকার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক মোস্তাফিজুর রহমান মিলু, যুগ্ম আহবায়ক সজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুনায়েদ চৌধুরী, মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মামুন, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, যুবদল সভাপতি সাজু মিয়া সহ জেলা ও গঙ্গাচড়া উপজেলা, মর্ণেয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৫ শতাধিক বানভাসি মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com