মো: মফিদুল ইসলাম সরকার রংপুর প্রতিনিধিঃ
কোটা বিরোধী আন্দোলনে নিহত মানিক মিয়াকে অনুদান প্রদান করলেন সোসাইটি ফর সোসাল সার্ভিস(এস.এস.এস.) রংপুর জোনের জোনাল ম্যানেজার অলোক কুমার সাহা ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সোসাইটি ফর সোসাল সার্ভিস (এস.এস.এস.) এর মডার্ন শাখার রাধুনী নুরজাহান বেগম এর একমাত্র ছেলে সন্তান মানিক মিয়া কোটা বিরোধী আন্দোলনে পানি পান করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
বিষয়টি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়া’র দৃষ্টিগোচর হলে তিনি ৫০,০০০/- টাকা তাকে প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন। তারেই নির্দেশ মোতাবেক রাধুনীকে নগদ ৫০,০০০/- টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
রংপুর জোনের জোনাল ম্যানেজার অলোক কুমার সাহা বলেন, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এস.এস.এস.) এর রাধুনী নুরজাহান বেগমের একমাত্র সন্তান মানিক মিয়া কোটা বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন নুরজাহান বেগম। বিষয়টি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়া স্যারের দৃষ্টিগোচর হলে তিনি আর্থিক সহায়তার হাত বাড়িয়েদেন।
একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা ঠিক ভাবে কথাও বলতে পারেন না। এখন শুধু নির্বাক চাহনি আর চোখের পানি তার একমাত্র সম্বল। চাইলেন সন্তান হত্যার বিচার। এতে উপস্থিত ছিলেন রংপুর জোনের জোনাল ম্যানেজার অলোক কুমার সাহা, রংপুর এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শামিউল ইসলাম সবুজ, শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ এবং মডার্ন শাখা সকল কর্মকর্তাবৃন্দ।