কৈমারীতে ১০০ বোতল ফেন্সিডিল সহ ১টি মোটরসাইকেল ও ২ টি মুঠোফোন জব্দ এবং ২ জন আসামী গ্রেফতার
মোঃ রাজু মিয়া সোহাগ :
স্টাফ রিপোর্টারঃ
নীলফামারী জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় জলঢাকা থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস ওসি নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে ২৩ জুন ২০২৪ ইং জলঢাকা থানাধিন ১১ নং কৈমারী ইউনিয়ন এর জনতা ব্যাংক লিঃ কৈমারী শাখার সামনে পুলিশি চেকপোস্ট বসিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ ১ টি মোটরসাইকেল ও ২ টি মুঠোফোন জব্দ এবং ২ জন আসামী গ্রেফতার করেন জলঢাকা থানার সাহসী এস আই আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীও এ এস আই রফিকুল ইসলাম, এ এস আই আরিফুল ইসলাম, কং সালেক মিয়া, কং নুর আলম, কং সোলায়মান।
জলঢাকা থানাধীন কৈমারী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে সকাল ৮ঃ৩০ এ কৈমারী বাজারের জনতা ব্যাংক লিঃ কৈমারী শাখা এর সামনে কৈমারী টু গঙ্গাচড়া রংপুরগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনা কালে বেলা ৯ঃ৫০ এ ০২ জন লোক মোটরসাইকেলে করে বস্তার মধ্যে কৈমারী টু গঙ্গাচড়া রংপুরগামী জনতা ব্যাংক লিঃ এর সামনে পাঁকা রাস্তার উপর আসা মাত্রই চৌকস ওসি নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মোটরসাইকেলটি থামানোর সংকেত দিলে উক্ত ব্যক্তিদ্বয় মোটরসাইকেলটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। তখন তাদের প্রতি সন্দেহ হইলে আসামীদের আটক করে মোটরসাইকেলে থাকা বস্তা তল্লাশি করে বস্তার ভিতরে রক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং আসামীদ্বয়ের হেফাজত হইতে ফেন্সিডিল বহনে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল এবং তথ্য আদান প্রদানে জন্য ব্যবহৃত ০২টি বাটন মোবাইল ফোন বেলা ১০ঃ৪০ এ জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় হাজির হন চৌকস ওসি নজরুল ইসলাম মজুমদার এবং সঙ্গিও টিম সহ।
সংবাদকর্মীদের জিজ্ঞাসাবাদে চৌকস ওসি নজরুল ইসলাম মজুমদার জানান মাদক দ্রব্যের বিরুদ্ধে জোরালো অভিযান চলমান রয়েছে
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com