"কেউ কোথাও নেই"
হাফসা মনি✍️
হঠাৎ আনমনে,
বক্ষমাঝে কশাঘাত।
তীব্র আর্ত অস্ফুট চিৎকার।
জল ঝরে, ঝড় বয়ে গেলো।
প্রিয়ো কে মনে করার নতুন কৈাশলে,
রব,রব ডেকে প্রিয়া শান্ত হয়ে গেলো।
গভীর রজনী প্রহরীরাও ঢুলু ঢুলু চোখ।
প্রিয়া জেগে রয়,যেনও ক্লান্তহীন দূপর।
অঘোরে- আনমনে প্রহর কাটে,
ভাবনাতে মশগুল।
হয়েছে অনেক কিছু, তবুও যেনও হয়নি কিছু।
এই তো প্রথম দিন,তামাক নেশা বলছে।
তামাক ফুরালো,বিদ্ধস্ততা ধরা দিলো বাস্তবতা ঝুরে।
হঠাৎ প্রিয়া,প্রিয়ো কে প্রশ্ন করে,
আমি কি ছিলাম অঘোরে?
কোথায় প্রিয়ো?
ঘুমের পাল্লায় চোখ ভারী ঘুমের শহরে।
প্রিয়ার চিন্তা হলো,আমি একাই অঘোরে?
আবার কশাঘাতে চুপ হয়ে যায় সব
প্রিয়া দেখে চারদিক নিস্তব্ধ- নীরব।
ঘুটঘুটে অন্ধকার।অন্ধকার জুরে প্রিয়া।
কেউ কোথাও নেই। কেউ নেই।
এ এক ঘুমের রাজ্য।শুধু প্রিয়া নিশাচর।
--------
সাহিত্য কথা
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com