আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুর জেলার কৃষি বাড়ি রংপুর একটি কৃষি ভিত্তিক প্রতিষ্ঠান। ২০১৯ সালে গ্রাম সমিতির মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। রংপুর জেলার বিভিন্ন অঞ্চলের কৃষি উন্নয়ন এর লক্ষে তারা কাজ শুরু করছে। বর্তমানে তারা রংপুর সদর উপজেলার, ৫ নং খলেয়া ইউনিয়নে নানামুখী কৃষি উদ্যোগ গ্রহণ করছে। কৃষি বাড়ি রংপুর এর ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মুহম্মদ ওয়ালিদ প্রামাণিক সাংবাদিককে বলেন ২০১৯ সাল থেকে রংপুর সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে প্রায় ৫০০+ সুবিধাভোগী কৃষকদেরকে কৃষি প্রণোদনার ব্যবস্থা করে দিয়েছে।
২০০-৩০০ কৃষক নিয়মিত সরিষা উৎপাদন করে, সেই উৎপাদিত সরিষা ক্রয় করে কৃষি বাড়ি রংপুর একদিকে কৃষকদের পণ্যের ন্যয্যমূল্য নিশ্চিত করেছে, তেমনি স্থানীয় ভোক্তার নিরাপদ ভোজ্য তেলের চাহিদা পুরন করছেন। গতকাল কৃষি বাড়ি রংপুর এর আয়োজনে ৩০০ কৃষকদের মাঝে বিভিন্ন সবজি, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। চারা বিতরণ অনুষ্ঠানে কৃষি বাড়ি রংপুর এর মার্কেটিং পরিচালক আজিজুল ইসলাম সাদ্দাম সাংবাদিককে বলেন, ২০২১ সাল থেকে এখন পযর্ন্ত ১০০০ মানুষকে বিনামূল্যে প্রায় ৩০০০+ বিভিন্ন সবজি, ফলজ ও ঔষধি গাছ বিতরণের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পুরণে ভুমিকা রেখেছে কৃষি বাড়ি রংপুর। পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে কৃষি বাড়ি রংপুর।
রংপুর সদর উপজেলাতে নিরাপদ খাদ্য উৎপাদন এর জন্য ৫০ টি পরিবারে, পারিবারিক বিবিন্ন সবজি পুষ্টি বাগান করে দেওয়া হয়েছে। কৃষি বাড়ি রংপুর এর ব্যাবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মুহম্মদ ওয়ালিদ প্রামাণিক বলেন বর্তমানে প্রতিষ্ঠানটি মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ও বিপণন করতেছে। তারা যার ফলে বাংলাদেশের মানুষের খাবার টেবিল নিরাপদ হবে বলে ধারণা করছে কৃষি বাড়ি রংপুর। কৃষি বাড়ি রংপুর এর ভার্মি পরিচালক আরিফুল ইসলাম বলেন রংপুর কৃষি বাড়ির উৎপাদিত পন্যের মুনাফার একটা অংশ দিয়ে ২৫ টি পরিবারে জৈবসার উৎপাদন এর ক্ষুদ্র প্লান্ট স্থাপন করা হয়েছে।
কৃষি বাড়ি রংপুর এর মার্কেটিং পরিচালক আজিজুল ইসলাম সাদ্দাম আরো বলেন, কৃষি বাড়ি রংপুর উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু সেবা ক্যাম্প করে ২০০০- ২৫০০ উপকারভোগী মানুষের চোখ পরীক্ষা এবং বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। এছাড়াও আমাদের কৃষি বাড়ি রংপুর উদ্যোগে ব্লাড ক্যাম্প, শীতবস্ত্র বিতরণের মতো সেচ্ছাসেবী কাজ করে আসতেছি। ২০২৪ সাল থেকে কৃষি যান্ত্রিকিকরণ সেবাও চালু করেছেন কৃষি বাড়ি রংপুর যেমন ধানের চারা রোপণ, ধান কাটা, মাড়াই ঝাড়াই সব এখন যন্ত্রের মাধ্যমে হয়। আগামীতে কৃষি বাড়ি রংপুর এর পরিকল্পনা রয়েছে সামাজিক বনায়ন, স্মার্ট ভিলেজ, নিরাপদ খাদ্য উৎপাদন, সাশ্রয়ী বাজার, KBR-এগ্রো ক্লিনিক (ফসলের হাসপাতাল), কম্পিউটার ট্রেনিং সেন্টার, সমন্বিত কৃষি খামার ও কৃষি আড্ডা স্কুল।