শাহাদাত কামাল শাকিল (কুমিল্লা প্রতিনিধি)
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় হাসনাবাদ ইউনিয়নে অবস্হিত মিজি ব্রিক ফিল্ড নামক একটি ইটের ভাটাকে রাজনৈতিক প্রভাব বিস্তার করে দখল করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায় উপজেলায় মিজি ব্রিক এর প্রকৃত মালিকানা নুরুল্লা মিয়ার ছেলে মোঃ আব্দুর রহমান (৫৫) হলেও আলহাজ্ব ছিদ্দিকুর রহমান এর ছেলে মোঃ জিয়াউর রহমান ও নুরুল ইসলাম এর ছেলে মোঃ সাহাব উদ্দিন যথাক্রমে ২১% এবং ৫% শেয়ার প্রদান করে একটি অংশীদার দলিল করা হয়েছিলো।
কিন্তুু পরক্ষনে প্রতারনা মূলক ভাবে ১৯ জুলাই ২০১২ খ্রিঃ তারিখে জিয়াউর রহমান এবং সাহাবউদ্দিন, সহ আরো তিন ব্যক্তিকে পার্টনার করা হয় কিন্তু তারা জাল-জালিয়াতি করে মিজি ব্রিকস এর মালিক মোঃ আব্দুর রহমান এর স্বাক্ষর জাল করে মেসার্স মিজি ব্রিকস ইন্ডাস্ট্রিজ নামের এক যৌথ চুক্তিনামা দলিল করা হয়েছে।
মালিক মোঃ আব্দুর রহমান বলেন, চুক্তিনামা আমার অগোচরে জাল জালিয়াতি করে, এছাড়াও আরো বেশ কিছুদিন পর আমার বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ঠেট (৬) এর আমলী আদালতে সাহাবউদ্দিন বাদী হয়ে সি.আর-২২/১৪(মনোহরগজ) মিথ্যা মামলা দায়েরসহ, আমাকে আমার নিজ মালিকানা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র করে পুলিশী হয়রানী ও স্থানীয় আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী দিয়ে হয়রানি সহ এলাকায় অধিপত্য স্থাপন করে আমাকে মেরে ফেলারও হুমকি দমকি দিয়ে আসছে।
তাদের রাজনৈতিক প্রভাবের কারনে ২০১২ সাল থেকে ২০২৪ সাল অদ্যবদি পযর্ন্ত সে তার নিজ বাড়ীতে যেতে পারেনি এমনকি তার বাবার জানাযায় ও উপস্হিত হতে পারেনি। কারন সে বিএনপি করার কারনে তার উপর নির্যাতন করা হয়।
তবে সরজমিনে তদন্ত করে এবং ব্রিক ফিল্ডের কাগজ পত্র দেখে জানা যায় ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সহ ফিল্ডের সকল কাগজ আবদুর রহমান মমিন এর নামে করা এমনকি ইনকাম ট্যাক্স ২০২৪ সাল পযর্ন্ত আবদুর রহমান এর নামে পরিশোধ করা।
এ ব্যাপারে এলাকাবাসীর কাছে জানতে চাওয়া হলে অনেকে বলেন, আমরা জানি এই মিজি ব্রিক ফিল্ডটি মালিক আবদুর রহমান মমিন, সে নিজেই উদ্ভোদন করে এটি চালু করেন, পরে জিয়া ও শাহাবুদ্দিন দলীয় প্রভাব খাটিয়ে জোর দখল করে নেয়, এমনকি বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে এলাকা ছাড়া করে। আমরা এলাকাবাসী এর তদন্ত করে প্রকৃত মালিককে এই ব্রিক ফিল্ডটি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি,
এসম্পর্কে স্হানীয় সাবেক চেয়ারম্যান, বলেন আমি কয়েকবার বসে এ বিষয়ে সমাধানের লক্ষে উভয়ই পক্ষের সম্মতিতে একটি এগ্রিমেন্ট করে দিয়ে থাকি কিন্তু পরক্ষনে জিয়াউর রহমান ও শাহাবুদ্দিন তাদের কথা রাখেনি, তারা আবারও দলীয় প্রভাব খাটিয়ে আবদুর রহমান মমিন এর সাথে অনেক নির্যাতন করে যাচ্ছে, তাই কাগজ অনুযায়ী সঠিকভাবে তদন্ত করে প্রকৃত মালিককে তার ফিল্ড বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি।
এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক বলেন, আমাদের অফিসিয়াল কাগজ অনুযায়ী আবদুর রহমান নামে মিজি ব্রিক ফিল্ডটির ছাড়পত্র নেওয়া, অন্য কোন নামে আমাদের অফিসিয়াল কোন কিছু নাই। আমাদের কাছে একবার অভিযোগ আসায় আমরা সরজমিনে গিয়ে এই ফিল্ডে অভিযান করে চুলা বেংগে দিয়ে আসি। অভিযোগ কারী আবদুর রহমান আরো বলেন জিয়া ও শাহাবুদ্দিন আমাকে জানে মেরে ফেলার হুমকি দেওয়াতে আমি এলাকা বা কোথাও নিরাপত্তা না থাকাতে আমি আমার ব্রিক ফিল্ডটি আমার বন্দু মোঃ সাইফুল ইসলামকে রোটারি এভিডেভিড করে ক্ষমতা অর্পন করে থাকি এবং আমার নামে দেওয়া মিথ্যা মামলা পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে থাকি, আমি চাই সকল বিষয়ে সঠিকভাবে তদন্তের মাধ্যমে আমার নিজের গড়া প্রতিষ্ঠানটি আমাকে ফিরিয়ে দেওয়া হোক, এবং আমাকে যারা এত বছর ধরে হয়রানি করে এলাকা ছাড়া করেছে তাদের সঠিক বিচার করা হোক।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com