“কষ্ট”
✍️মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
নষ্ট মোর কষ্টের সময় ভেবোনা কভু বকুল ফুলের মালা।
কষ্টে জীবন ছিন্ন ছিলো,
ছিলো কলবে স্বাধীন হবার জ্বালা।
এ নয়ন তাঁরার দর্শন জুড়ে ছিলো শুধু ধর্ষণ হবার খেলা।
বলতুম কাহারে ভয়ংকর দর্শন!
মন যে ছিলো ভিষণ তেতা !
ছিলো শুধু সততা।
রুখবে তো তোমাদের মোর স্রষ্টা। কলব বলেছিলো,
যা নয়নের জ্বল পরিয়া। ভেবেছিলুম যাহা!
হইলো তাহা করিলো মোর একক রব মোর স্রষ্টা।
আলহামদুলিল্লাহ বলো সবাই চিৎকার করিয়া।