"মোঃএনিত ইসলাম (ইমন)"
একেকটা সময় আসে।
যখন নিজেকেই নিজের কাছে বোঋা মনে হয়।
গুরুত্বহীন মনে হয়।
তখন আসে পাশের মানুষেরা গুরুত্ব দিলেও, বা বোঝাতে চাইলেও।
সেটা আমাদের মনে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারে না।
এই জন্য নিজেকে ভালোবাসা সবার আগে দরকার।
কিছু কিছু সময় শুধুমাত্র নিজের জন্যই রাখা উচিত।
যাতে খারাপ সময়ে ও নিজের ওপরে ভরসা থাকে।
নিজেকে ভালো রাখার এবং গুরুত্ব দেওয়ার দায়িত্ব।
শুধু মাত্র নিজেরই,
আর অন্য কারও নয়।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com