শাহাদাত কামাল শাকিল
আনসারের ইতিহাস দেশের ক্লান্তি কাল থেকে শুরু হয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত। ৪০ হাজার অস্ত্র দিয়ে মুক্তিবাহিনীকে সহায়তা করেছে আনসার বাহিনী যা ইতিহাসে বিরল। ৬৪০ জন আনসার সদস্য মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের ৫৩৪ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকে এই আনসার।
বিমানবন্দর, এয়ারপোর্ট, হসপিটাল, নৌবন্দর, মেট্রোরেল, ট্রাফিক, হিলটেক্স, এর মত জায়গায় সর্বদা নিরাপও্বা প্রদান করে থাকে এই আনসার। ঢাকা জেলার সমস্ত থানায় আনসাদের অবদান অপরিসীম।
পুলিশের অনুপস্থিতে মাঠে ছিলো, এখনো ২০০০ জন আনসার সদস্য বন্যা কবলিত এলাকায় মোতায়ন রয়েছে। যেখানে থাকার কথা ২০০। ৫৪০০০ কর্মরত আনসার ১ দিন এর বেতন দিয়েছে যা প্রায় ৩ কোটি টাকা। এতো সুন্দর একটা বাহিনীর সম্মান আজ কোথায়।