"একুশই আমি চাই"
✍️মোঃ তোফায়েল আহমেদ ত্বোফা
বাংলার ভাষা মাতৃভাষা
গর্বিত তাই বাঙালি
বিশ্বজুড়ে মাতৃভাষা
সবার থেকে দামী।
বিশ্বজুড়ে মিশে আছে
লাখো মানুষের আশা
এ বিশ্বে নেইতো কারো
এমন মধুর ভাষা।
বাংলা আমার মায়ের ভাষা
জন্মসূত্রে এটাই পাওয়া
বাংলা আমার প্রতিবাদের
বজ্র কঠোর ভাষা।
শহীদ মিনার সেজে আছে
হলুদ গাঁদা ফুলে
বাঙালিরা আজ ছুটে যায়
শহীদ মিনারের দিকে।
ভাষা সেতো মায়ের বাণী
নিজের চেয়ে অনেক দামী
জানে বিশ্ব নয়রে নিঃস্ব
বাংলার জয়ধ্বনি।
একুশ একুশ শত একুশ
অনেক একুশ পাই
একুশ আমার ভালোবাসা
একুশই আমি চাই।
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com