আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
একটি দুর্ঘটনা একটি পরিবারের সারাটি জিবনের কান্না বয়ে আনে এমন কথায় বলেছেন রংপুর জেলার, তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান। (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন তারাগঞ্জ হাইওয়ে থানায় আমি যোগদান করার পর থেকে পাল্টে গেছে সেবার মান। আমি আরো চেষ্টা করবো সেবার মান বৃদ্ধি করতে।
(ওসি) সাংবাদিককে বলেন রংপুর-দিনাজপুর মহাসড়কের বিভিন্ন বাজারে রাত-দিন দাঁড়িয়ে থেকে যানজট মুক্ত ও চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ যাত্রীদের খোঁজখবর নেওয়া হচ্ছে , যেন কোন প্রকার অপরাধ না হয়।
যাত্রীরা রাতে গাড়ি থেকে নামে সুন্দরভাবে যেন নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। (ওসি) মোস্তাফিজুর রহমান মহাসড়কে হাইওয়ে পুলিশ টহল জোরদার করাই কমে গেছে মহাসড়কে দুর্ঘটনা ও যানজট এবং রাতে পন্যবাহী পরিবহনে চুরি, ছিনতাই চাঁদাবাজি।
মহাসড়কে গাড়ি চলাচলের সময় গাড়ির কাগজপত্র সাথে রাখবেন, মোটরসাইকেল চলাচলের সময় সাথে হেলমেট ও কাগজপত্র রাখবেন। (ওসি) মোস্তাফিজুর রহমান গাড়ি চালকদেরকে বলেন মহাসড়কে শীতকালে সতর্কতার সাথে যানবাহন চলাচল করতে হবে।