শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া (পটুয়াখালী জেলা প্রতিনিধি)
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা কোটাসংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদদের ছবি তৈরি করেছেন শিক্ষার্থীরা। উলানিয়া বন্দর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও ছাত্রী নির্মিত বৃহৎ বীর মুক্তি যোদ্ধা তারা আপাতত রং তুলি দিয়ে আন্দোলনের এসব ছবি আঁকছেন চত্বর তৈরি করেছেন। এটি তৈরির মধ্য দিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলন চলাকালীন গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর স্কুল অ্যান্ড কলেজের SSC, HSC দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, ১৮ জুলাই ঢাকায় উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ছাত্ররা, রাস্তার যানজট নিরসনে এবং শহীদ স্মৃতি অম্লান রাখতে এখানে শহীদ গোল চত্বর তৈরি করা হয়েছে। এ স্থানে যানজট নিরসন ও দূর্ঘটনা এড়াতে স্থায়ী গোল চত্বর নির্মানের দাবি তাদের। মূলফটকে রং তুলি দিয়ে আন্দোলনের এসব ছবি আঁকার দৃশ্য দেখা মেলে। শিক্ষার্থীরা কেউ রঙ তুলি দিয়ে আঁকছেন, কেউ রঙ করছেন, কেউ আবার দেয়াল পরিস্কার করছেন। বাহারি রঙের তুলির আঁচড়ে ফুটে উঠেছে নানা রকম চিত্র। তা দেখে মুগ্ধ হচ্ছেন পথচারীরাসহ সাধারণ মানুষ।
গলাচিপা উপজেলা শিক্ষার্থী ও রাজশাহী কলেজের শিক্ষার্থী ডাকুয়া গ্রামের সন্তান ও ছাত্র ও ছাত্রী বলেন, আমাদের আন্দোলনের গল্পগুলোকে রঙ তুলির আঁচড়ের মাধ্যমে ক্যানভাসে জীবন্ত করে তুলছি। আসুন আমরা এক সাথে দেশ গড়ি, দেশটাকে নতুন করে সাজাই। ছবিগুলো্ আমাদের ঐক্য, সংগ্রাম ও বিজয়ের কথা বলব।
পরে গলাচিপা উপজেলা ছাত্র সমাজের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। অপর দিকে বিএনপির দ্বিতীয় দিনে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এসময় গলাচিপা থানা বিএনপির আহবায়ক, গলাচিপা থানা বিএনপির সভাপতি পথসভায় বক্তব্য রাখেন।