তরিক শিবলী বিশেষ প্রতিনিধি :
রাজধানীর উত্তরা থেকে মদ্যপ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলা সহ একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে হাজী ক্যাম্প আর্মি ক্যাম্পের সেনাবাহিনী।
সোমবার দিবাগত রাত দুইটাই উত্তরা চার নম্বর সেক্টর থেকে এম শরীফ উদ্দিন নামে আওয়ামীলীগ পন্থী নেতাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিববুলাহ্। তিনি বলেন, দিবাগত রাত ২ঃ০০ টার দিকে এম শরীফ উদ্দিন নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করে সেনাবাহিনী। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাক্তন মেয়র আতিক, কাউন্সিলর যুবরাজ, কাউন্সিলর নাঈম সহ একাধিক আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ৫ আগস্ট এর নিজেকে বিএনপিপন্থী নেতা হিসাবে বিভিন্ন জায়গায় পরিচয় প্রদান করে।
রাজনীতির পালাবদলের সুযোগে উত্তরা চার নম্বর সেক্টর কল্যান কমিটির অফিস সহ এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান অফিস এবং বাসাবাড়িতে নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে ভাঙচুর চালায় এবং দখলের অপচেষ্টা করে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, পুলিশের বর্তমান প্রধানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলে বিভিন্ন পোস্টিং বাণিজ্যের সাথে জড়িত এম শরীফ উদ্দিন।
এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সাথে সংশ্লিষ্ট সিএন্ডএফ ব্যবসায় এর মাধ্যমে বিপুল পরিমাণ দুর্নীতি, রাজস্ব ফাকি এবং অবৈধ মালামাল খালাস করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।