1. admin@newsbanglanb.com : admin :
আশুলিয়ায় ১১০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ৩ - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুর বাসন মেট্রো থানা যুবদল বিএনপি নেতার শোক প্রকাশ।

আশুলিয়ায় ১১০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ৩

নিউজ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৯২ বার পঠিত

আশুলিয়ায় ১১০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ৩

নিউজ ডেস্ক

আশুলিয়ার ভাদাইলে অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাই মদসহ থানা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বাংলা মোহর ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৯ মে) সকাল ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক। এর আগে শনিবার দুপুরে দিকে আশুলিয়ার ভাদাইল দক্ষিনপাড়া রাবেয়া স্কুল সংলগ্ন একটি ৫ তলা ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আশুলিয়ার পূর্ব ভাদাইলের মৃত ছামাদের ছেলে মোহর ওরফে বাংলা মোহর। তিনি ছাত্রলীগ নেতা তানভীরের একনিষ্ঠ কর্মী। অপরজন হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জের মুুরাদ নগরের মৃত রুপল হকের ছেলে জালাল আহমদ ওরফে হক সাহেব। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বালা মদ তৈরি করে বিক্রি করে আসছিলো।

স্থানীয়রা জানায়, বাংলা মোহর আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীরের একনিষ্ঠ কর্মী ও সহযোগী। মোহর ছাত্রলীগের দাপটে ওই এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে অবাধে অপকর্ম করছিলেন তিনি। ওই এলাকায় প্রবাসীর একটি ৫ তলা ভবন ভাড়া নিয়ে মদ তৈরি ও বিক্রি করতো মোহর। গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাদাইল দক্ষিনপাড়া রাবেয়া স্কুল সংলগ্ন একটি ৫ তলা ভবনের সামনে গ্রেফতার দুইজন প্রায় ৫০ লিটার মদ নিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তাদের গ্রেফতার করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, ৫০ লিটার চোলাই মদসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়।

এব্যাপারে আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর বলেন, মোহর কর্মী হিসাবে ছিল। তার কোন পদ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেতো। কিন্তু তার কোন পদ নেই, তবে আজকের পর থেকে মোহর ছাত্রলীগের পরিচয় কিংবা, কোন মিছিল মিটিং এ যেতে পারবে না।

এদিকে শনিবার গভীর রাতে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর ক্লাব মোড়ে অভিযান পরিচালনা করে জামাল উদ্দিনের বাড়ির সামনে থেকে ৬০ লিটার চোলাই মদসহ মোঃ আহমদ আলী (৩৫) কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। গ্রেফতার আহমেদ আলী সাভারের হেমায়েতপুর শ্যামপুর ক্লাব মোড় এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ