মেহেদী হাসান (পিরোজপুর প্রতিনিধি)
স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদ পিরোজপুর সেচ্ছাসেবী সংঘঠন এর উদ্যোগে পিরোজপুর তথা সমগ্র বাংলাদেশের কৃত্তিমান গুণী ব্যক্তিত্ব, বিশ্বনন্দিত মুফাসসেরে কোরআন, পিরোজপুরবাসীর অহংকার কোরআনের পাখি, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জন্মস্থান স্মৃতি বিজড়িত বাসভবনের রক্ষণাবেক্ষণ করেন স্বপ্নচারী পিরোজপুর সংগঠন। তারই লক্ষ্যে তারই সুযোগ্য কনিষ্ঠ পুত্র জিয়ানগর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদীর অনুমতি এবং নির্দেশক্রমে আজ ২৮-০৮-২৪ ইং তারিখে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা মোঃ শাওন মোল্লা জানান, দীর্ঘদিন যাবত বাড়িটিতে কেউ না থাকার কারনে অনেক অপরিষ্কার ছিলো। এবং সারা বাংলাদেশ থেকে প্রতি নিয়ত শত শত মানুষ তার বাড়িটি দেখার জন্য ছুটে আসে। তাই স্বপ্নচারী মানব কল্যাণ পরিষদ পিরোজপুর স্বেচ্ছায় তাহার বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা করার উদ্যোগ নেয়।