মোঃ সবুজ খান
কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর সরকারি প্র্রাথমিক বিদ্যালয় হতে আজগানা অভিমুখী আলোয়া বিলের রাস্তা দীর্ঘ দশবছর যাবত অবহেলিত।সড়কটি কাদামুক্ত পাকা হবে কবে জানার ইচ্ছা করেছেন কয়েক হাজার গ্রামবাসী। গত দশ বছর ধরে অবহেলায় গ্রামবাসী তাদের কাঁচামাল সহজে বহন করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
রশিদপুর গ্রামবাসীর কালিয়াকৈর উপজেলায় যাতায়াতের জন্য বর্তমানে কয়েক কিলোমিটার রাস্তা ঘোরে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়্। এতে করে সময় ও যাতায়াত ভাড়া কয়েকগুণ বেশি লাগে।
এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রতিনিধিদের বার বার আশ্বাস দিলেও মাঝে মাঝে মাটির কাজের সংস্কার হলেও স্থায়ীভাবে পাকা কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।
জনপ্রতিনিধিদের কথার ফুলঝুরিতে সবই আটকে আছে।
মাঝে মাঝে মাটির কাজের সংস্কার করা হলেও দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সড়কটি দিয়ে পণ্য পরিবহনে দুর্ভোগের শিকার হচ্ছে গ্রামবাসী। স্থানীয়রা দ্রুত রাস্তাটি পাকাকরণে এলজিইডি এবং স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছে।
বছরের পর বছর ধরে এ গ্রামের মানুষ এ ভোগান্তি নিয়েই বসবাস করছে। এ গ্রামে রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।