———বন্ধু ——-
সামসাদ ময়না
আমার কাছে বন্ধু মানে খুনসুটি আর আবদার!
বন্ধু মানে তাৎক্ষণিক সব সমস্যার সমাধান!
বন্ধু মানে রাগ আর অভিমানের ঝড় তুফান!
বন্ধু মানে দু’জনার বিশ্বাস আর সম্মান!
বন্ধু মানে ভালোলাগা আর ভালোবাসার বন্ধন! পরস্পরের সুখ দুঃখ আর হাসি কান্নার কারণ!
বন্ধু মানে খোলা চিঠি যেমন ইচ্ছে লেখা!
যত্ন করে হৃদয় মাঝে অনন্তকাল রাখা!
বন্ধু মানে দূর আকাশের কুড়িয়ে পাওয়া নীল!
দূর নীলিমায় হারিয়ে যাওয়া উড়ন্ত গাঙচিল!
(লেখালেখির অভ্যাস নেই ক্ষুদ্র প্রয়াস মাত্র। আসলে
বন্ধুত্বের আলাদা কোনো সংজ্ঞা নেই, বন্ধু মানে বন্ধু!)