"অভিপ্রায়"
--সামসাদ ময়না...... ✍️
আমার ইচ্ছে করে....
বৃষ্টি হয়ে ঝরে পড়ি, মুছে দেই যত গ্লানি !
শুরু হোক এক নতুন অধ্যায়।
ইচ্ছে করে,
ঐ দূর আকাশের তারা হয়ে ঝলমল করে আলো জ্বেলে আলোকিত করি এ বিশ্ব!
মুছে যাক সব অন্ধকার!
আমার ইচ্ছে করে,
মুক্ত বিহঙ্গের মতো উড়ে যাই দিগ দিগন্তের পানে! বাঁধাহীন এক নতুন পৃথিবীর বুকে সূচনা হোক নতুন প্রাণের!
ইচ্ছে করে,
ফুল হয়ে ফুটে সৌরভ ছড়িয়ে দেই এ বিষাক্ত পৃথিবীতে!
চিৎকার করে বলি, নিঃশ্বাস নাও হে ধরা প্রাণখুলে!
ভীষণ ইচ্ছে করে,
প্রকৃতির সব রূপ ধারণ করে ধরিত্রীকে সাজিয়ে তুলি এক অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমিতে!
--------✍️
সম্পাদক
: মোঃ সোহেল
নির্বাহী
সম্পাদক : মোঃ নুরুন্নবী
বার্তা
সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম
ঠিকানাঃ
সেক্টর ১০,উওরা, ঢাকা ১২৩০
Email
: newsbangla029@gmail.com