“অন্তরাত্মার চাওয়া”
✍️সামসাদ ময়না
তোমার যখন আমার শহরেই বসবাস ছিলো প্রিয়
আমি ভাবতাম তুমি আছো আমার আঙিনায় আমার ছায়া সঙ্গী হয়ে অহর্নিশ।
আমি শুধু তোমারই অপেক্ষায়।
তোমার বিচরণ যখন আমার শহরের মাঠে-ঘাটে অলিতে-গলিতে।
সবক্ষেত্রেই অস্তিত্বশীল তুমি আর তোমার ছায়া, আমি ভাবি তুমি আছোতো আমার পাশেই আমার আসক্তি হয়ে।
তোমার মনের খবর জানার সাধ্য কি আছে আমার?
তবুও আমি শুধু তোমারই অপেক্ষায়।
তুমি হয়তো আমার মতো করে ভাবোনি কোনোদিনও!
তোমার রোজ আগমনী বার্তায় হাজার মন খারাপেরাও ছুটি নিতো তার আপন ঠিকানায়।
মন খারাপেরা শুধু ডেকে বলতো আজকে আমার ছুটি আকাশনীলা,
তোমার প্রিয় আসবে তোমার শহরে।
আমি মুচকি হেসে বলি, আমি জানি সে আছেতো আমার অস্তিত্বের মাঝে !
আমি জানতামই না আদৌ তুমি আসবে কি না!
আমি তবুও তোমারই অপেক্ষায়।
দিন যায় রাত আসে তুমি নেই আমার চারিপাশ বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত।
খুব ভয় পেয়ে ভাবতাম আনমনে, মনটা অশান্ত হয়ে কু ডেকে গাইতো, তুমি বুঝি আর ফিরবেনা প্রিয় আমার নীড়ে!
তুমিহীনা আমার শহর কাঁদছে বারংবার তুৃমি হয়তো বুঝতেই পারোনি!
শুধু ভাবছি তুমি আসবে কি আমার হৃদমাঝারে!
আমায় ভালোবাসবে কি সেই আগের মতো করে?
আজও আছি আমি শুধু তোমারই অপেক্ষায়।
তোমার হৃদয় ছুঁয়ে দেখবার স্বাদ আমার জন্ম জন্মান্তরের প্রিয়।
কিন্তু তুমি হয়তো এমন করে ভাবোনি আমায় নিয়ে।
তোমার ইচ্ছেডানার পাখি হয়ে উড়বার প্রবল আকাঙ্খা আমার অন্তরাত্মার যুগে যুগে।
তোমার মন কি চায় আজও জানা হলোনা আমার শুধু একতরফা বলে গিয়েছি আমার অন্তরালের আকুলতা!
আমৃত্যু আমার ব্যাকুলো অন্তরাত্মা বলবে প্রিয়
আমি আজও শুধু তোমারই অপেক্ষায়!