আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন কে অভিনন্দন। গতকাল রংপুর সদর উপজেলার চেয়ারম্যানের অফিসে গিয়ে বিভিন্ন মহল থেকে চেয়ারম্যান জনাব মোঃ ইকবাল হোসেন কে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, রংপুর সদর উপজেলার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজেদের আমানত ভোট দিয়ে প্রথম বারের মত আমাকে বিজয়ী করেছে। আমি যে ভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করবো। এ জয় আমার একার নয়, এই জয় রংপুর সদর উপজেলা বাসীর। উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন আরো বলেন একটি স্মার্ট, মডেল উপজেলা গড়ে তুলবো, উপজেলার পরিষদ সবার জন্য উন্মুক্ত থাকবে।