1. admin@newsbanglanb.com : admin :
মেহেরপুরে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভর্তি চলছে ভর্তি চলছে বিজিবি’কে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মেহেরপুরে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিউজ বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৭৫ বার পঠিত

মেহেরপুরে রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃআব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে ইসমাইল হোসেন সভাপতি ও মোহাম্মদ জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩১ মে) সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত কবি নজরুল শিক্ষা মঞ্জিলে একটানা ভোটগ্রহণ হয়। মোট ৮২২ ভোট থেকে কাস্ট হয়েছে ৬৭২ টি।

এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা দেন
প্রধান নির্বাচন কমিশনার মোঃ আমিনুল ইসলাম খোকন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ইসমাইল হোসেন ফুটবল প্রতীক নিয়ে ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী মোহাম্মদ মানিক ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। তার প্রাপ্ত ভোট ২১৪ টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ পেয়েছেন ১৭৮ ভোট এবং সুমন আলি পেয়েছেন ১১২ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাফর আলী। তার প্রাপ্ত ভোট ২০৫ টি। তার নিকটতম প্রার্থী হাফিজুল ইসলাম পেয়েছেন ১৫০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সানোয়ার হোসেন ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী শাহজাহান আলী পেয়েছে ১৩৬ ভোট।

কোষাধক্ষ্য পদে মনিরুল ইসলাম ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী শাহ জামান পেয়েছেষ ১৯৮ ভোট। লাইনম্যান সম্পাদক পদে রুস্তম আলী ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুল হান্নান পেয়েছেষ ১৯৮ ভোট। প্রচার সম্পাদক পদে মিলন ইসলাম সনি ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আরিফ পেয়েছেন ১৮৬ ভোট।

দপ্তর সম্পাদক পদে বজলু ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাহাবুদ্দিন শেখ পেয়েছেন ১১৭ ভোট।

নির্বাহী সদস্য পদে খোকন আলি পেয়েছেন ৩২৫ ভোট, আজগর আলী পেয়েছে ২৩২ ভোট, রায়হান আলী পেয়েছে ১৮৭ ভোট এবং মোহাম্মদ কালু ১৭৬ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হন।

এ সময় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, মিজানুর রহমান হিরন প্রমূখ উপস্থিত ছিলেন।

ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ