1. admin@newsbanglanb.com : admin :
মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিজিবি’কে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

মোঃ আলমগীর মোল্লা (কালীগঞ্জ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৮ বার পঠিত

মোঃ আলমগীর মোল্লা (কালীগঞ্জ প্রতিনিধি)

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক পারিবারিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে, সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ শ্লোগানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মোঃ আবু বকর সিদ্দীক এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল্লাহ খান, ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হক।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসুল হক জুয়েল, সদস্য মুভি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি পনির খন্দকার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল হক শিশির প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত নুর-ই-জান্নাত, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, মৎস্য কর্মকর্তা আবু শামা, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার বেনজির আহম্মেদ, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম ভূইয়া, জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আহমদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবদুর রহমান, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র, আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন সবুজ, ভাইয়াসুতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, দক্ষিণ রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবু জাফর আব্দুল গাফফার, উওর বালীগাঁও জামে মসজিদের ইমাম ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষক সামসুল হক মোল্লা, ক্বারী জহিরুল ইসলাম, মাওলানা হাসান শাহারিয়ার ইসলাম, মাওলানা ইমরান হোসাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আলেম ওলামা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ