“মা”
✍️ সামসাদ ময়না
মা’কে অনেক ভালোবাসি
হয়নি কখনও বলা,
আমার জন্য মা সয়েছেন
হাজার দুঃখ জ্বালা !
যখন ভাবি থাকবেনা মা
ডাকবেনা আর আদরে,
মা’কে ছাড়া সংসারেতে
থাকবো আমি কেমনে ?
নানান রকম আবদার
আর নানান অজুহাত,
মা ছাড়া কেউ বোঝেনা মান
ভাঙায়না অভিমান !
সংসার ধর্ম করতে গিয়ে
নিজের সুখ বিসর্জন দিয়ে,
সবার কথা যিনি ভাবেন
তিনিই আমার মা !
মা আমার স্বর্গরাজ্য
মা আমার ভালোবাসা,
মা’কে ছাড়া বিশ্বজগৎ
ভীষণ রকম ফাঁকা !
তোমার ঋণ কখনো কোনোদিন
শোধ হবার না,
এই ভুবনে কারো সঙ্গে মা’গো
তোমার হয়না তুলনা !