1. admin@newsbanglanb.com : admin :
মধুপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করায় মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার - নিউজ বাংলা NB
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিজিবি’কে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার মধুপুরে সার- বীজ-কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানে জরিমানা। আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুলের ঘুষ বানিজ্য বেপোরোয়া। গঙ্গাচড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান প্রশংসনীয়। ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর রংপুর আগমনে পাগলাপীরে পথসভা ধনবাড়ীতে ১৭ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ও সেবন কারী গ্রেফতার। দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা প্রদান। আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মধুপুরে গভীর রাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

মধুপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করায় মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

মধুপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করায় মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার।

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন নয়াপাড়া এলাকায় বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় মানবেতর জীবন যাপন করছে একটি অসহায় পরিবার।

সরেজমিনে গিয়ে জানা যায়, মধুপুর পৌর শহরের নয়াপাড়া গ্রামের  লোকমান হোসেন একই গ্রামের মৃত ওসমান আলীর ছেলে কদ্দুস মিয়ার নিকট হতে ২৪ বছর আগে পাঁচ শতাংশ জমি ক্রয় করেন এবং উক্ত  জমিতে বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন।

ভুক্তভোগী লোকমান হোসেন জানান,  জমি ক্রয়ের সময় জমির মালিক কদ্দুস মিয়া যাতায়াতের রাস্তা দিয়েই আমার কাছে জমি বিক্রি করেন এবং দীর্ঘ ২৪ বছর যাবত সে রাস্তা দিয়ে আমি চলাচল করি, কিন্তু হঠাৎ করে আমার বাড়ি থেকে বের হওয়ার সকল রাস্তা তিনি বন্ধ করে দিয়েছেন।

আমি এনজিও থেকে লোন নিয়ে ৬টি গাভী কিনেছি। সে গাভীর দুধ বিক্রি করেই আমি সংসার চালাই এবং কিস্তি পরিশোধ করি। কিন্তু যাতায়াতের রাস্তা বন্ধ করায় গরুর খাদ্য আনা সম্ভব হচ্ছে না। এতে করে খামারের গরুগুলো না খেয়ে অসুস্থ্য হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি।

এলাকাবাসী জানায়, লোকমান হোসেন দীর্ঘ ২৪ বছর যাবত এখানে বসবাস করছে। জমির মালিক কদ্দুস মিয়া যাতায়াতের রাস্তা দিয়েই এ জমি বিক্রি করেছে। বর্তমানে তার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সে পরিবার পরিজনদের নিয়ে গৃহবন্দী অবস্থায় জীবনযাপন করছে। আমরা এলাকাবাসী মিলে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি কিন্তু জমি বিক্রেতা কোনো ভাবেই রাস্তা দিবেনা বলে জানায়।

এ বিষয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর ডাঃ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি এলাকাবাসীকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেছি কিন্তু কোনো ভাবেই সে রাস্তা দিবেনা।

এ বিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ