আঃ রহিম (রংপুর প্রতিনিধি)
রংপুরের তারাগঞ্জ উপজেলার, প্রতিটি ইউনিয়নে বীট পুলিশিং সেবা কাজ চলমান রয়েছে। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক সাংবাদিককে বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বীট পুলিশিং সেবার গতি বাড়ানো হয়েছে। রাতে পুলিশ টহল বাড়ানো হয়েছে যাতে রাতে কোনো গ্রামে চুরি না হয়। তারাগঞ্জ থানা জনসাধারণের জন্য দিন- রাত ২৪ ঘণ্টা সেবার দ্বার উন্মুক্ত রাখার ঘোষণা দেন (ওসি )।
প্রতিটি ইউনিয়নে বীট পুলিশের দায়িত্ব প্রাপ্ত একজন করে অফিসার রয়েছে। (ওসি) আবু বক্কর সিদ্দিক আরো বলেন, তারাগঞ্জ উপজেলাতে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, জুয়া, লুডু, মোবাইল ক্যাসিনো, জঙ্গী ও আত্মহত্যা নিরোধ কল্পে সচেতন মুলক প্রচার প্রচারণা চালিয়ে যাইতেছি। জনসাধারণ এখন থানায় এসে নির্ভয়ে মন খুলে তাদের সমস্যার কথা বলুন, কথা শুনে তাৎক্ষণিক সমাধান দেয়া হচ্ছে কিংবা দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।