আঃ রহিম রংপুর প্রতিনিধিঃ
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে আজ রংপুর জেলার তারাগঞ্জ থানার আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্ত্বে “নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদ, আত্মহত্যা, চুরি রোধকল্পে’ওপেন হাউজ-ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থান তারাগঞ্জ তেতুল তলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। ওপেন হাউজ-ডে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু।
রংপুর জেলা পুলিশ জেলার জনসাধারণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো প্রয়োজনে পুলিশ জনগণের পাশে থাকবে এবং সর্বোচ্চ সেবা প্রদান করবে।
প্রধান অতিথি পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী আরো বলেন মাদক, অনলাইন জুয়া, নারী ও শিশু নির্যাতন, চুরি, ইভটিজিং সহ নানাবিধ অপরাধ নির্মূল করার লক্ষ্যে পুলিশকে যথাসময়ে তথ্য দিয়ে সহায়তা করতে এবং অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, একটি অপরাধমুক্ত নিরাপদ বাসযোগ্য সমাজ গড়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ( বি সার্কেল), রংপুর; বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ নাসিম উদ্দিন, সভাপতি, কমিউনিটি পুলিশিং, রংপুর জেলা; এ্যাডভোকেট দিলশাদ ইসলাম, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং, রংপুর জেলা জনাব মঞ্জুশ্রী সাহা, মহিলা বিষয়ক সম্পাদক, কমিউনিটি পুলিশিং, রংপুর; জনাব হোসনে আরা মুন্সী, সদস্য,কমিউনিটি পুলিশিং, রংপুর জেলাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।