মো: জাহিদ সরকার ধনবাড়ী টাঙ্গাইল, প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ভবানীটেকী ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় গতকাল ২০ জুন ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ভবানীটেকী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীটেকী ক্রীড়া সংঘ সভাপতি মোজাম্মেল হক।
ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী,মধুপুর থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক কৃষি মন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক এমপি,
খেলাটি উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, মির্জাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম মাষ্টার সহ আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন ভবানটেকী ক্রীড়া সংঘ বনাম, মমিনপুর খ্রিষ্ট জাগরণী ক্লাব, এ খেলায় দুটি দলের মধ্যে ৫-৫ গোল হয়ে খেলাটি ড্র হয়। পরর্বতী সময়ে খেলাটি ট্রাইবেকারে নিয়ে খেলার ফলাফল ঘোষণা করা হয়।
ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে ভবানটেকী ক্রীড়া সংঘ বিজয় হয়। অনুষ্ঠানটি সঞ্চাচালনা করেন ভবানীটেকী ক্রীড়া সংঘ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।