মাহমুদুল হাসান (চৌহালী, সিরাজগঞ্জ প্রতিনিধি)
সিরাজগঞ্জের চৌহালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা, ইউনিয়ন পরিষদ ও উন্নয়ন কাজ পরিদর্শন করা হয়েছে। রবিবার (৩রা নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন, রাজশাহী বিভাগের পরিচালক (যুগ্মসচিব) স্থানীয় সরকার মোঃ পারভেজ রায়হান।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শওকত মেহেদী সেতু, চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াস উদ্দিন, জনস্বাস্থ্য অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হেকমত আলী, উপজেলা প্রকৌশলী আবদুল রহমান, সহকারী প্রকৌশলী মোঃ নবিল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ এর (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ হাবলু মিয়া প্রমুখ। সরকারি দপ্তর, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন, পরিচয় পর্ব, গাছের চারা রোপণ ও খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন কাজ পরিদর্শন করেন।